এসআইআর ও দিদির দূত, পর্যালোচনায় মন্ত্রীর বার্তা আগামী ১ মাস সতর্ক থাকুন

বাঁকুড়ার জয়পুর ব্লকে এসআইআর কর্মসূচি পর্যালোচনায় দিদির দূত হিসাবে মন্ত্রী ডাঃ মানুষ ভুঁইয়া এসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বুধবার।

Must read

সংবাদদাতা, জয়পুর : বাঁকুড়ার জয়পুর ব্লকে এসআইআর কর্মসূচি পর্যালোচনায় দিদির দূত হিসাবে মন্ত্রী ডাঃ মানুষ ভুঁইয়া এসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বুধবার। এদিন বিশেষ ক্যাম্পে গিয়ে তিনি জয়পুরে চলা বিভিন্ন কর্মসূচির কাজ খতিয়ে দেখেন এবং জয়পুর ব্লকের কাজে সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রীর কথায়, জয়পুরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ হয়েছে এসআইআর এবং দিদির দূত উভয় ক্ষেত্রেই দল ও প্রশাসনের সমন্বয়ে।

আরও পড়ুন-বাগানের প্রস্তাব, সমাধানের পথ সুপ্রিম কোর্টে

মন্ত্রী বলেন, গণতন্ত্রে দশ ভোটে‌ও কেউ হেরে যায়। তাই প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। ব্লক নেতৃত্বকে তিনি নির্দেশ দেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিটি নাম খুঁটিয়ে দেখার জন্য। যাঁর নাম থাকার কথা কিন্তু নেই, তাঁকে হিয়ারিংয়ে হাজির করানোর পাশাপাশি ২০০২ সালে যাঁদের নাম ছিল অথচ চলতি তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ২০২৬ সালে যেসব ছেলেমেয়ের ১৮ বছর পূর্ণ হবে, তাদের ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার দায়িত্বও কর্মীদের দেন তিনি। পাশাপাশি বিবাহ সূত্রে অন্য ব্লকে চলে যাওয়া মহিলাদের নাম সঠিকভাবে স্থানান্তর এবং জয়পুর ব্লকে নবাগত বধূদের নাম নির্ধারিত ফর্মে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সংগীতা মালিক, জয়পুর ব্লক তৃণমূল সভাপতি অনুপ চক্রবর্তী, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ব্লকের প্রধান এবং তৃণমূল নেতৃত্ব। সাংবাদিকদের মন্ত্রী বলেন, জয়পুর ব্লক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। আগামী এক মাস আরও কঠোর পরিশ্রম ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কারণ ভোটার তালিকা সংশোধন এখন সবচেয়ে সংবেদনশীল বিষয়।

Latest article