নয়াদিল্লি : দিল্লির (Delhi) আবগারি দুর্নীতি মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট (Supplementary chargesheet) দাখিল করেছে সিবিআই (CBI)। এই চার্জশিটে প্রথমবার দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম অন্যতম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিসোদিয়া ছাড়াও সিবিআই চার্জশিটে নাম রয়েছে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতারও।
আরও পড়ুন-প্রয়াত রাজনীতির লৌহপুরুষ প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মণীশ সিসোদিয়া এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি এই শীর্ষ আপ নেতাকে গ্রেফতার করে সিবিআই। পাঁচ মাস আগে আবগারি মামলায় প্রথম ৭ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছিল। এদিকে জেলবন্দি মণীশ সিসোদিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।