প্রতিবেদন : ট্রেন চলাচল মসৃণ করতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পিছনে লাইনের দৈর্ঘ্য আরও ৯০ মিটার বাড়াতে চায় মেট্রো কর্তৃপক্ষ। আর তার জন্য স্টেশনের পিছনে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের একটি অংশ ভেঙে জায়গা চেয়ে রাজ্যের কাছে আবদার জুড়েছে কেন্দ্র। ৬০ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াতে মানুষের সুবিধার্থে এই স্কাইওয়াক বানিয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। সেই স্কাইওয়াকেরই একটি অংশ মুড়িমুড়কির মতো ভেঙে দিতে বলছে কেন্দ্রের মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বিশেষ অতিথি ডাক পেল বাংলার ছেলে অভিজ্ঞান
শনিবার এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, তুঘলকি আচরণ করছে মোদি সরকার। এত টাকা খরচ করে স্কাইওয়াক বানিয়েছি, এখন ওঁরা বলছে ভেঙে দিতে। আমার তৈরি জিনিস আমি কেন ভাঙব? ২০১৮ সালে স্কাইওয়াক তৈরির সময়ই মেট্রোর কাছ থেকে জায়গা ও নকশা নিয়ে ছাড়পত্র নেওয়া হয়েছিল বলে পরিষ্কার করে দেন ফিরহাদ। বলেন, আগে যখন আমরা স্কাইওয়াকের প্ল্যানিং পাঠিয়েছিলাম, তখনই কেন বলল না জায়গা লাগবে? মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বসেই তো স্কাইওয়াকের নকশা বানানো হয়েছিল। এখন হঠাৎ করে মনে হয়েছে স্কাইওয়াক ভেঙে মেট্রোর লাইন বাড়াতে হবে? ইতিমধ্যেই স্কাইওয়াকের কতটা অংশ ভাঙতে হবে, তার বিস্তারিত প্ল্যানিং নগরোন্নয়ন দফতরকে পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেই প্ল্যানিংও ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ বলেন, ওঁরা যে প্ল্যান পাঠিয়েছে, তাতে দক্ষিণেশ্বর মন্দিরে মানুষ ঢুকতে পারবেন না। কোনও গাড়ি ঢুকতে পারবে না। জায়গা কমে রাস্তায় যানজট তৈরি হবে। আমি জেনেবুঝে কেন রামকৃষ্ণ পরমহংসদেবের ঐতিহ্যবাহী একটা জায়গা নষ্ট করব?