সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বিশেষ অতিথি ডাক পেল বাংলার ছেলে অভিজ্ঞান

একাধিক অভিনব আবিষ্কারের জন্য দিল্লি থেকে ডাক এসেছে তাঁর। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক থেকে অভিজ্ঞানকে ইমেল মারফত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

Must read

সংবাদদাতা, হুগলি : এবার প্রজাতন্ত্র দিবসে (Republic day) দিল্লিতে বিশিষ্ট অতিথি হিসেবে ডাক পেল বাংলার ছেলে। খুশির হাওয়া হুগলি জেলা জুড়ে। চুঁচুড়ার নারকেল বাগানের বাসিন্দা কিশোর বিজ্ঞানী অভিজ্ঞানকিশোর দাস। ১৭ বছরের এই কিশোর বিজ্ঞানী বর্তমানে হুগলি কলিজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। এই অল্প বয়সেই তার উদ্ভাবিত এবং আবিষ্কৃত একাধিক যন্ত্র ভারতের সেরা বিজ্ঞানীদের নজর কেড়েছে। একাধিক অভিনব আবিষ্কারের জন্য দিল্লি থেকে ডাক এসেছে তাঁর। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক থেকে অভিজ্ঞানকে ইমেল মারফত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ভুবনেশ্বরে সুপার কাপে আজ ডার্বির ড্রেস রিহার্সাল

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে অভিজ্ঞান যে আমন্ত্রণপত্র পেয়েছে তাতে এই কিশোর বিজ্ঞানীর কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে। অভিজ্ঞান জানায়, যেকোনও স্বীকৃতি পরবর্তী কাজের প্রেরণা জোগায়। ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে। অভিজ্ঞানের বাবা অনিন্দ্যবাবু জানান, এটা খুবই গর্বের বিষয় যে সাধারণতন্ত্র দিবসে বিশিষ্ট অতিথির সম্মান পাওয়া। ছেলের সৌজন্যে আমরা এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারব। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকড়।

Latest article