দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়ায় প্রকাশ্যে এল তৃণমূলের লোগো-স্লোগান

Must read

একুশের বিধানসভা ভোটে তৃণমূলের সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তাই ভোটের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে গোটা ভারতে দলের সংগঠন আরো অনেকটাই মজবুত করার দায়িত্ব দিয়েছেন। আর নতুন এই দায়িত্ব পাওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার বাংলার বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে বেশি নজর দেবে তৃণমূল কংগ্রেস। তবে ভিন রাজ্যের শুধুমাত্র কয়েকজন বিধায়ক বা সাংসদ সংখ্যা বাড়াতে হবে না, ক্ষমতা দখলের জন্যই লড়াই করবে তৃণমূল।

আরও পড়ুন-অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ ২১ দিন

ত্রিপুরাতে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। নজর রয়েছে উত্তর-পূর্বের আরেক রাজ্য অসমেও। সেইসঙ্গে পশ্চিম উপকূলের দ্বীপরাজ্য গোয়াতেও সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ঘাসফুল শিবিরের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় । ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাকের প্রায় ২০০জন সদস্য অনেক আগে থেকেই গোয়ার মাটি চষে ফেলেছে। গোয়ায় প্রকাশিত হল তৃণমূলের লোগো এবং স্লোগান।

তৃণমূলের গোয়া টুইটার হ্যান্ডলে এই মর্মে জানানো হয়েছে, “গোয়ার মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেওয়া হবে। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড।” এর সঙ্গে ডেরেক ও’ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেছেন, ”তৃণমূলে কোনও হাইকমান্ড কালচার নেই। স্থানীয় স্বাধীনভাবে নেতারাই দলকে এগিয়ে নিয়ে যাবেন।”

 

Latest article