শেষবেলায় রুটকে হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড, অ্যাডিলেডে জয়ের দোরগোড়ায় স্মিথরা

রবিবার অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৮২ রান তুলেছে ইংল্যান্ড।

Must read

অ্যাডিলেড, ১৯ ডিসেম্বর : চলতি অ্যাসেজে অস্ট্রেলীয় আগ্রাসনে নতজানু ইংরেজরা। রবিবার অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৮২ রান তুলেছে ইংল্যান্ড। শেষ দিনে জেতার জন্য করতে হবে আরও ৩৮৬ রান! হাতে রয়েছে মাত্র ছ’টি উইকেট।

আরও পড়ুন-তৃণমূলকে রুখতে মেঘালয়ে বিজেপির ‘সঙ্গী’ এবার কংগ্রেস

আগের দিনের ১ উইকেটে ৪৫ রান হাতে নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু স্কোরবোর্ডে আরও ১০ রান যোগ হতে না হতেই আরও তিনটি উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলীয়রা। ওই পরিস্থিতি থেকে পাল্টা লড়াই শুরু করেন মার্নাস লাবুশানে এবং ট্র্যাভিস হেড। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৮৯ রান যোগ করার পর, ব্যক্তিগত ৫১ রানে আউট হন হেড। এর কিছুক্ষণ পরেই ৫১ রান করে আউট হয়ে যান লাবুশানেও। ৯ উইকেটে ২৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন স্মিথ।

আরও পড়ুন-জাহাজ ফেলে চম্পট ক্যাপ্টেনের

ফলে ইংল্যান্ডের সামনে ৪৬৮ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনাপ হাসিব হামিদের (০) উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। নিজের প্রথম ওভারেই হামিদের উইকেট তুলে নেয় ঝেই রিচার্ডসন। এরপর দাভিদ মালান ২০ রান করে নেসেরের শিকার হন। আরেক ওপেনার ররি বার্নসও ৩৪ রান করে রিচার্ডসনের দ্বিতীয় শিকার হন। তবে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ঝটকা দিয়েছেন মিচেল স্টার্ক। শেষবেলায় স্টার্কের বলে ২৪ রান করে আউট হন জো রুট।

Latest article