বৃষ্টির ম্যাচে স্মৃতির প্রথম টেস্ট সেঞ্চুরি

Must read

গোল্ডকোস্ট, ১ অক্টোবর : কারারা ওভালে দ্বিতীয় দিনেও বৃষ্টি। তবে ভারতের জন্য ভাল খবর, আগের দিনের নট আউট ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা শুক্রবার তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন। ভারতীয় ওপেনার বৃহস্পতিবার গোলাপি টেস্টের প্রথম দিন খেলার শেষে ৮০ রানে নট আউট ছিলেন। এদিন খেলা শুরু হলে মাথা ঠান্ডা রেখে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। অস্ট্রেলিয়ায় এটাই কোনও মহিলা ভারতীয় ক্রিকেটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। স্মৃতি ১২৭ রান করেছেন। তাঁর ২১৬ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ২২টি। ছক্কা একটি। দ্বিতীয় দনের শেষে ভারতের রান পাঁচ উইকেটে ২৭৬।

আরও পড়ুন : অসমে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ।

আলো কম হওয়ায় এদিন নির্দিষ্ট সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। এদিন যে তিনটি উইকেট পড়েছে, তাঁরা হলেন পুনম রাউত (৩৬), জস্তিকা ভাটিয়া (১৯)ও মিতালি রাজ (৩০)। মিতালি অবশ্য রান আউট হয়ে যান। দিনের শেষ দীপ্তি শর্মা ১২ ও তানিয়া ভাটিয়া কোনও রান না করে নট আউট রয়েছেন। স্মৃতির সেঞ্চুরি ছাড়াও এদিন আর একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে। সোফি মলিনিউক্সের বলে আম্পায়ার কট বিহাইন্ডের আউট না দিলেও পুনম এদিন ‘স্পিরিট অফ গেম’ মেনে নিজে থেকে বেরিয়ে গিয়েছেন। যা নিয়ে পরে বিতর্ক শুরু হয়, তিনি ঠিক না ভুল। ভারতীয় দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রমন বলেছেন, ‘‘পুনম সিনিয়র ক্রিকেটার। ক্রিকেট মাঠে এরকম ঘটনা দরকার খেলাটাকে পরিচ্ছন্ন রাখতে।” তবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার স্নেহাল পাণ্ডে অবশ্য এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তিনি বলেছেন, এই সিরিজে ডিআরএস নেই। আম্পায়ার আউট না দেওয়ায় পুনম তাই খেলে যেতে পারতেন।
এদিকে, চারদিনের টেস্টের দু’দিন বৃষ্টি ও মন্দ আলোয় কেটে যাওয়ার পর গোলাপি টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে এই দু’দিন যেটুকু খেলা হয়েছে তাতে প্রশংসা কুড়িয়েছেন স্মৃতি, পুনমরাই।

Latest article