হুগলির শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হল, সকাল নটায়, রবিবার। এই উপলক্ষে সাজ সাজ রব ও প্রচুর ভক্তের আগমন মাহেশে। শ্রীশ্রী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন, প্রতিবারের মতো এদিনও সকালে জগন্নাথ দেবের বিশেষ পুজো-অর্চনার পর মূল মন্দিরের পার্শ্ববর্তী মন্দিরে স্নানযাত্রা উৎসব হয়। সেখানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হল। স্নানপর্ব দেখার জন্য মাহেশ ধামে বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি ও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। পিয়াল জানান, এবার স্নানে নতুন চমক গজ বেশে প্রভুকে স্নানমন্দিরে নিয়ে যাওয়া। মাহেশের স্নানযাত্রা ঘিরে গল্পকথাও রয়েছে। এই সময় নাকি মন্দির সংলগ্ন থানে একটি নীলকন্ঠ পাখি আসে। স্নানপর্ব শেষে চলে যায় নীলাচলের পথে। স্নান শেষে জগন্নাথের জ্বর আসে, তিনি অন্তরালে থাকেন। কোন ভক্তকে দর্শন দেন না। ১৫ দিনের সময় মাথায় ঠাকুরের নবযৌবন হয়। নতুন রঙে সজ্জিত হয়ে ওঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সোজা রথের দিন মাসির বাড়ির উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন- নবজোয়ার ঘিরে উদ্দীপনা হুগলিতে