অব্যাহত তাপপ্রবাহ

Must read

আপাতত তাপপ্রবাহের অস্বস্তি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। তবে এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু স্থলভাগের দিকে বেশ কিছু অগ্রসর হয়েছে। রবিবার হাওয়া দফতর জানিয়েছে, ৫ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা।

আরও পড়ুন- নবজোয়ার ঘিরে উদ্দীপনা হুগলিতে

Latest article