উত্তরে তুষার, দক্ষিণে উষ্ণ

পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

Must read

প্রতিবেদন : আবহাওয়ার খামখেয়ালিপনায় শীতের আমেজ থেকে বঞ্চিত বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণে পারদ চড়বে দক্ষিণের জেলাগুলিতে। সোমবার দুপুর হতেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতাতেও আকাশ কালো করে বৃষ্টি নামে। তবে খুব জোরে নয়, ঝিরিঝিরিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয় শহরতলিতে। এই বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ বাড়ছে। নিম্নচাপ এবং পশ্চিমি ঝঞ্ঝার জোড়া ফলায় গরম বাড়ছে।

আরও পড়ুন-ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে একজোট বিরোধী শিবির

পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আকাশ জুড়ে মেঘ করে থাকায় রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। তবে হাড়-কাঁপানো শীত পড়তে খুব বেশি দেরি হবে না, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। আপাতত বৃহস্পতিবারের আগে আবহাওয়া বদলানোর সম্ভাবনা নেই হাওয়া অফিসে রিপোর্টে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরের জেলায় তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপর তিনদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। আগামী সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে নামতে পারে পারদ এবং পশ্চিমের জেলায় দশ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশার দাপট থাকবে।

Latest article