প্রতিবেদন : সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে রাজ্যপালের ভূমিকাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় সাংবাদিকদের কাছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলায় নয়, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য হয়ে মণিপুরে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখুন রাজ্যপাল। তাঁর ওখানে যাওয়া উচিত এবং সঠিক তথ্য বের করে আনা উচিত। শোভনদেববাবু আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিরোধীদের অভিসন্ধিকে নস্যাৎ করেছে।
আরও পড়ুন-তৃণমূলেই আস্থা-ভরসা রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষের
তিনি আরও বলেন, শাসকের বিরুদ্ধে সব থেকে বেশি সন্ত্রাসের অভিযোগ উঠছে। কিন্তু দেখা গিয়েছে শাসকদলের কর্মীরাই সবথেকে বেশি মারা গিয়েছে। আসলে বিরোধীরাই একজোট হয়ে শাসকের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের জোট রাজ্যে অশান্তির আবহ তৈরির চেষ্টা চালিয়েছিল। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। অন্যদিকে বিজেপিবিরোধী শরিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট এক হয় না।