তৃণমূলেই আস্থা-ভরসা রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষের

বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন ১০টি ব্লকের বেশির ভাগ অংশেই তৃণমূলের জয়জয়কার। ২৬টা জেলা পরিষদ আসনের সব কটিই পেয়েছে তৃণমূল

Must read

সংবাদদাতা, বসিরহাট : বারবার প্রাকৃতিক দুর্যোগের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারই তাঁদের পাশে দাঁড়িয়েছে। হতদরিদ্র পরিবারগুলি রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পে উপকৃত হয়েছে। তৃণমূল সরকার সুখে-দুঃখে ৩৬৫ দিনই পাশে থেকেছে। ফলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের উপরই আস্থা ও ভরসা রাখেন সুন্দরবন ও বসিরহাটের সীমান্তবর্তী এলাকার মানুষ।

আরও পড়ুন-লুপ্তপ্রায় দুটি কচ্ছপের প্রাণ বাঁচালেন কলেজছাত্রী

বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন ১০টি ব্লকের বেশির ভাগ অংশেই তৃণমূলের জয়জয়কার। ২৬টা জেলা পরিষদ আসনের সব কটিই পেয়েছে তৃণমূল। ১০টি পঞ্চায়েত সমিতিও ঘাসফুলের ঝুলিতে। ৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল একাই পেয়েছে ৮৯টা। একমাত্র হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত পেয়েছে বিজেপি। ৯০টি গ্রাম পঞ্চায়েতের ১৮৭৮টি আসনের মধ্যে ১৬২২টি আসনেই জয়ী তৃণমূল প্রার্থারা। বিশাল জয়ের জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে বসিরহাট ১ ব্লকের সোলাদানা হরিহরপুর সীমান্তে মিষ্টি বিলি করেন বিজয়ী প্রার্থী থেকে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। টাকি রোডেও মিষ্টি বিতরণ করা হয়। রাজনৈতিক মহলের দাবি, বসিরহাট সীমান্ত ও প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ঝড়-প্লাবন থেকে শুরু করে নানা প্রকৃতিক দুর্যোগে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতেই ঘাসফুলে ভরসা রেখেছেন এখানকার প্রান্তিক মানুষ

Latest article