লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সমাজসেবা স্বয়ংসিদ্ধা সংসদের

মহিলা দ্বারা পরিচালিত এই ক্লাব দুর্গাপুজোর আয়োজন করে, অন্যদিকে নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও জড়িত।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার”। ২০২১ সালে তিনি প্রকল্পটি চালু করেন। এই টাকা রাজ্যের অনেক পরিবারের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকা কিছু মহিলা সামাজিক কাজেও ব্যয় করছেন। ঝাড়গ্রাম ব্লকের চণ্ডী গ্রামের কয়েকজন মহিলা মিলে স্বয়ংসিদ্ধা সংসদ নামে একটি ক্লাব গড়ে লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকা জমিয়ে সমাজের পিছিয়ে পড়া শিশু ও নারীদের সার্বিক কল্যাণসাধনে ব্রতী হয়েছেন।

আরও পড়ুন-স্মৃতিদের সামনে আজ মালয়েশিয়া

মহিলা দ্বারা পরিচালিত এই ক্লাব দুর্গাপুজোর আয়োজন করে, অন্যদিকে নানান সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও জড়িত। আশপাশের প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য ও চক্ষুপরীক্ষা শিবির করেন শহরের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে নিয়ে। এছাড়া বসন্ত উৎসব, স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিশুদের জন্য গান ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। পাশাপাশি ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের সহায়তায় বিবেকযাত্রার আয়োজন করে গ্রামে গ্রামে স্বামী বিবেকানন্দের মতাদর্শে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

Latest article