স্মৃতিদের সামনে আজ মালয়েশিয়া

এশিয়ান গেমসে মেয়েদের টি ২০ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে।

Must read

হাংঝাউ, ২০ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে মেয়েদের টি ২০ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। কারণ, দুই ম্যাচের নির্বাসন থাকায় ফাইনালের আগে খেলতে পারবেন না হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের আসল পরীক্ষা সেমিফাইনাল ও ফাইনালে। কারণ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো ভাল দল রয়েছে। এশিয়ার চার সেরা দল র‍্যাঙ্কিং অনুযায়ী হাংঝাউ গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে খেলছে।

আরও পড়ুন-ভারতে গণতন্ত্রের সলিলসমাধি

মালয়েশিয়া দল হিসেবে বেশ কমজোরি। যোগ্যতা অর্জন পর্বে তারা হংকংকে হারিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে। গত বছর এশিয়া কাপে ভারতের মেয়েরা মালয়েশিয়াকে রীতিমতো পর্যুদস্ত করে হারিয়েছিল। মাত্র ২৭ রানে তাদের অলআউট করে দেয়। তবে প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্মৃতিরা। বরং শেষ আটের লড়াই দাপটে জিতে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া ভারতের মেয়েরা। বৃহস্পতিবার মালয়েশিয়া ম্যাচ জিতলে শেষ চারে স্মৃতিদের সামনে পড়ার সম্ভাবনা বাংলাদেশের। ফাইনালে উঠলে হরমনপ্রীতদের সামনে পড়বে পাকিস্তান অথবা শ্রীলঙ্কা।

Latest article