সংবাদদাতা, হাওড়া : দীর্ঘদিনের চাহিদা মিটল। হাওড়ার শিবপুরের ওলাবিবিতলায় নবনির্মিত ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনের বুধবার উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক নন্দিতা চৌধুরি, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ আরও অনেকে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ায় পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হল।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনা এড়াতে স্কুলে সচেতনতা শিবির, পড়ুয়াদের পথনিরাপত্তার ক্লাস নিল পুলিশ
এবার শহরের নিকাশি সমস্যারও স্থায়ী সমাধান করা হবে। এব্যাপারে মাস্টার প্ল্যান তৈরি করে শীঘ্রই কাজ শুরু হবে। এশিয়ান ডেভেলপমেণ্ট ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা চলছে। শহরের নিকাশি সমস্যার সমাধানে দ্রুত মেগা প্রকল্পের কাজ শুরু হবে। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে এই ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনটি তৈরি হল। ২০১৫ সাল থেকে এটি তৈরির কাজ শুরু হয়েছিল। পুরোপুরি হাওড়া পুরসভার নিজস্ব কারিগরি সহায়তায় এটি তৈরি করা হল। ৩.৬ মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন এই ভূগর্ভস্থ জলাধারে রিজার্ভার ছাড়াও তিনটি বড় পাম্প তৈরি করা হয়েছে। এর ফলে মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। জলের চাপ অনেক বেড়ে যাবে।
আরও পড়ুন-সচিবালয় কর্মীদের ৩১৬ নতুন পদ, লক্ষ্য দ্রুত পদোন্নতি
হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘ওলাবিবিতলার এই ভূগর্ভস্থ জলাধারটি তৈরি হওয়ায় এই মুহূর্তে ৩৩, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডের মানুষেরা উপকৃত হবেন। এরই পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে ২৫, ২৬, ২৭, ২৮, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডেও জল সরবরাহ আরও অনেক উন্নত হবে। এর জন্য জলের পাইপ লাইন যুক্ত করার কাজ চলছে।’’ তিনি আরও জানান, ‘‘বৃহস্পতিবার এই জলধার থেকে পরীক্ষামূলকভাবে জল সরবরাহ করে দেখা হবে। তারপর সোমবার এখান থেকে পুরোপুরিভাবে জল সরবরাহ শুরু হবে। সেদিন থেকেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জলের চাপ অনেক বেড়ে যাবে।’’
আরও পড়ুন-বন্ধুবেশে শত্রুরা, নারীপাচারে সচেতন করল পুলিশ
এদিন ভূগর্ভস্থ জলাধারের উদ্বোধনের পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ে ২০০ বর্গফুট এলাকা জুড়ে জায়ান্ট এলইডি স্ক্রিনের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই জায়ান্ট স্ক্রিনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরা হবে। বাঁধাঘাট, বেলগাছিয়া এবং কাজিপাড়া মোড়ে এইরকম আরও তিনটি জায়াণ্ট স্ক্রিন চালু করা হবে। এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ‘শ্রীভাণ্ডার’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক দুটি বইয়েরও উদ্বোধন করেন। ‘শ্রীভাণ্ডার’ বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হওয়া ৭১টি প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। ‘প্রচেষ্টা’ বইয়ে হাওড়া পুরনিগমের বর্তমান প্রশাসক পর্ষদের উদ্যোগে গত দু’বছরে কী কী কাজ হয়েছে তা সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…