ঝড়-বৃষ্টিতে দক্ষিণের কোথাও চাষের ক্ষতি, কোথাও মিলল রেহাই

ঝড়ের জন্য পটলের মাচা ভেঙে পড়েছে। বেশ কিছু পটল ঝরে পড়ে বিক্রির অযোগ্য হওয়ায় আর্থিক ক্ষতি হবে সবজি চাষিদের।

Must read

প্রতিবেদন : রিমেলের দাপটে জমিতে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত রাজ্যের ‘শস্যভাণ্ডার’ পূর্ব বর্ধমানের সবজি চাষিদের। একটানা ঝোড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টিপাতের ফলে জল দাঁড়িয়ে গিয়েছে পূর্বস্থলী ২ ব্লকের প্রায় সব সবজির জমিতে। গ্রীষ্মকালীন ফসল হিসেবে ভাল চাষ হয়েছিল পটল, ঝিঙে ইত্যাদির। পূর্বস্থলী ২ ব্লকের সবজি চাষিরা এসময় সবজি চাষের উপরেই নির্ভর করেন। সোমবার সারাদিন ঝড়-জল হওয়ায় চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা।

আরও পড়ুন-মাজদিয়ার এঁচোড় পাড়ি দিচ্ছে ভিনরাজ্যেও

জানা গিয়েছে, ঝড়ের জন্য পটলের মাচা ভেঙে পড়েছে। বেশ কিছু পটল ঝরে পড়ে বিক্রির অযোগ্য হওয়ায় আর্থিক ক্ষতি হবে সবজি চাষিদের। এছাড়াও অতিরিক্ত ঝোড়ো হাওয়ায় গাছের গোড়া আলগা হয়ে যাওয়ায় সবজির প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন এলাকার সবজি চাষিরা। ভুক্তভোগী এক চাষির কথায়, প্রচুর পটল ঝরে গিয়েছে। এর ওপর গাছের গোড়া আলগা হয়ে গেলে আরও বড় ক্ষতি হবে। বেশ কিছু মাচাও ভেঙে পড়েছে। নতুন করে মাচা না বাঁধলে বাকি সবজিও নষ্ট হয়ে যাবে। জানা গেল, এই এলাকার সব সবজি চাষিদের প্রায় একই রকম অবস্থা। ঝড়-বৃষ্টি থামলেও কাটছে না তাঁদের আশঙ্কা।

Latest article