প্রতিবেদন : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র ও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি সেদেশের নতুন বিদেশমন্ত্রী হতে চলেছেন। শাহবাজ শরিফ সরকারের মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হিনা রব্বানিকে উপ-বিদেশমন্ত্রী করা হতে পারে বলে খবর। জোট সরকারের শর্ত অনুযায়ী, সব বড় মন্ত্রক পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের মধ্যে ভাগ করা হবে। সূত্রের খবর, পিএমএল-এন অর্থমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্রর মতো সমস্ত বড় মন্ত্রকগুলি নিজের কাছে রাখবে। অন্যদিকে বিদেশ ও মানবাধিকার মন্ত্রক পাবে পিপিপি।
আরও পড়ুন-আদিবাসীদের বুঝিয়ে শিকার বন্ধে সচেষ্ট বনকর্মীরা
প্রথমদিকে বিলাওয়াল বিদেশমন্ত্রীর পদ নিতে রাজি ছিলেন না। তাঁর আশঙ্কা ছিল, মন্ত্রী হলে দলের চেয়ারম্যান হিসেবে তাঁর কাজে প্রভাব পড়তে পারে। কিন্তু দলীয় নেতৃত্ব তাঁকে বিদেশমন্ত্রী হতে রাজি করান। পাশাপাশি ঠিক হয় উপ-বিদেশমন্ত্রী হবেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি। পাক মিডিয়ার খবর, বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তৈরি ও বিদেশ সফরে নেতৃত্ব দেবেন বিলাওয়াল। অন্যদিকে হিনা বিদেশমন্ত্রকের প্রতিদিনের কাজ সামলাবেন।
আরও পড়ুন-আমদানি হচ্ছে না জ্বালানি, অন্ধকারে ডুবছে পাকিস্তান, শ্রীলঙ্কার পুনরাবৃত্তি?
কয়েক বছর আগে পাকিস্তানে এই বিলাওয়াল ও হিনাকে নিয়েই একাধিক প্রেমকাহিনি ছড়িয়েছিল। উল্লেখ্য, হিনা রব্বানি খার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী ছিলেন। তখন তিনিই ছিলেন পাকিস্তানের সর্বকনিষ্ঠ এবং প্রথম মহিলা বিদেশমন্ত্রী। মাত্র ৩৩ বছর বয়সে ইউসুফ রাজা গিলানি সরকারের বিদেশমন্ত্রী ছিলেন হিনা। ঘটনাচক্রে ওই একই বয়সে শাহবাজ শরিফ সরকারের বিদেশমন্ত্রীর দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন বেনজির-পুত্র।