দুর্নীতিতে চাকরি গেল সিপিএম নেতার ছেলের

Must read

কালনার পর এবার রায়গঞ্জ। কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্র বসুমল্লিকের মেয়ের পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে চাকরি গেল সিপিএম নেতা অশোক পালের ছেলের। ওই নেতার ছেলে অরিন্দম পালের। মঙ্গলবার রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে চাকরি খোয়ানো প্রাথমিকের যে সব শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা সামনে এসেছে ওই তালিকাতেই রয়েছে সিপিএম নেতার ছেলের নাম। সিপিএম নেতা অশোক পাল রায়গঞ্জের ২২ নম্বর ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা। দীর্ঘদিনের বাম সংগঠনের দাপুটে নেতা। কয়েকবছর আগে তিনি অবসর নিয়েছেন। ছেলের চাকরি হারানোর খবর পেয়ে, নিজেই বলেন আমি এই বিষয়ে কিছু জানি না। কাউকে টাকা দিইনি। তাহলে তাঁর ছেলের নিয়োগে কি অনিয়ম ছিল? এই প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। কিন্তু বারবার এই প্রশ্ন ওঠায় বাধ্য হয়ে বলেন, যেখানে এই খবর পাওয়া গিয়েছে, সেখানে গিয়ে জানতে। এই বিষয়ে ছেলেকেও একেবারে আড়াল করে রেখেছেন এই নেতা। এই খবর চাউর হতেই ছেলেকে কার্যত লুকিয়ে রেখেছেন তিনি। ছেলে যদি বেফাঁস মন্তব্য করে বসে তাই অরিন্দমের খোঁজে কেউ বাড়িতে গেলেই বলছেন, ছেলে বাড়িতে নেই। এই বিষয়ে সিপিএম নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। নিয়োগ-সংক্রান্ত বিষয়ে তাঁদের এতদিনের হম্বিতম্বি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। বিষয়টি জানা নেই বলেও এড়িয়ে যাচ্ছেন অনেকে। একইভাবে চাকরিতে দুর্নীতির অভিযোগে রায়গঞ্জে ৪০ জনকে বরখাস্ত করা হয়। এই খবর করতে গেলে দুর্নীতিতে চাকরি খোওয়ানো এক যুবকের হাতে নিগৃহীত হন এক সাংবাদিক। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- ত্রিপুরা উপনির্বাচন: দিলীপ-লকেট-সুকান্ত থাকলেও তারকা প্রচারকের তালিকায় বাদ শুভেন্দু অধিকারী

Latest article