সোনালি চক্রবর্তী এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান

Must read

এবার সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল। রাজ্য উচ্চশিক্ষা দফতরের (State Higher Education Department) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। নতুন পদ পেলেও নতুন করে বেতন কাঠামোতে পরিবর্তন হবে না রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) স্ত্রী সোনালীর। রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সোনালি চক্রবর্তী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন। বর্তমানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন মলয়েন্দু সাহা। ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সোনালি (Sonali Chakraborty Bandopadhyay)। নির্দেশিকায় বলা হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে পদ সংক্রান্ত নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বা সোনালির বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

আরও পড়ুন- ভয়াবহ বন্যা অসমে, সরানো হল লক্ষ লক্ষ বাসিন্দাকে

Latest article