ব্রিটেনের (Britain) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে তৃতীয় চার্লসকে (Charles) ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের রাজা হলেন চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে রাজা হিসেবে ব্রিটেনের নতুন রাজার অভিষেক হতে চলেছে। এই উপলক্ষে ৭ মে অনুষ্ঠিত হতে চলেছে এক অনুষ্ঠান।
এদিনের এই অনুষ্ঠানে চলচ্চিত্র এবং সংগীতজগতের বিশ্ব বিখ্যাত তারকারা। হলিউড তারকা টম ক্রুজ,মিউজিক্যাল গ্রুপ ‘দ্য পুসিক্যাট ডলস’ থাকবেন। কিন্তু ভারতীয় শিল্পী হিসেবে বলিউড তারকা সোনম কাপুরও থাকছেন। সোনম কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে থাকবেন। সোনম তাঁর স্বামী আনন্দ আহুজা এবং তাঁদের ছেলে বায়ুর সঙ্গে লন্ডনে থাকেন। সোনমের প্রথম রাজকীয় উপস্থিতি হতে চলেছে এটা।
আরও পড়ুন-তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি: ‘লড়তে হবে, জিততে হবে’,বার্তা মুখ্যমন্ত্রীর
এই মর্মে অভিনেত্রী সোনাম কাপুর বলেন,‘এই অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের সঙ্গে যোগ দিতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। সঙ্গীত এবং শিল্পের প্রতি মহামান্যের ভালবাসা উদযাপন করছি’।