তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি: ‘লড়তে হবে, জিততে হবে’,বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

২ মে, ২০২১। দীর্ঘ ১০ বছর ধরে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পর তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করা সত্ত্বেও বাংলার মানুষের মনে কোন জায়গা করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে গো-হারা হেরেছিল গেরুয়া শিবির। আজ সেই ২ মে। তৃণমূল কংগ্রেসের জয়ের দ্বিতীয় বছর (TMC Government) পূর্তিতে বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা, “২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ ‘মা-মাটি-মানুষ দিবসে’ বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।”

একুশের বিধানসভা নির্বাচনে বাংলার (West Bengal- TMC Government) মানুষ ‘নিজের মেয়েকেই চেয়েছে’ এবং পেয়েছে।

Latest article