বেথুন স্কুলের ১৭৫ বছর, রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা

Must read

জয়িতা মৌলিক: ১৮৪৮ সালে মাত্র ২১ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করে দেশের প্রথম মেয়েদের বিদ্যালয় ক্যালকাটা ফিমেল স্কুল। পরে এই স্কুলের নাম হয় বেথুন কলেজিয়েট স্কুল (Bethune Collegiate School)। নারীশিক্ষার নবজাগরণে পথিকৃত স্যার জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সঙ্গে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যালয়, মদনমোহন তর্কালঙ্কার। শুরু হয় নবদিগন্ত। সেই স্কুল ১৭৫তম বছরে পদার্পন করল। সেই উপলক্ষ্যে মঙ্গলবার, সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্তমান ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান প্রাক্তন ছাত্রীরাও। ছিলেন স্কুলের (Bethune Collegiate School) প্রাক্তন ও বর্তমান শিক্ষিকারাও। ছিল বেথুন স্কুলের রেপ্লিকা-সহ বিভিন্ন ধরনের কাটআউট দিয়ে সাজানো ট্যাবলো। বেথুন বাড়ি থেকে শোভাযাত্রা শুরু হয়ে স্বামী বিবেকানন্দর বাড়ি হয়ে রাজপথ ধরে এগিয়ে চলে শোভাযাত্রা। খোলা গলয়া একের পরে বেথুন-সঙ্গীত-সহ বিভিন্ন গান গাইতে গাইতে এগিয়ে চলেন ছাত্রী ও প্রাক্তনীরা।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদে আর ছ’মাস অপেক্ষা করা বাধ্যতামূলক নয়

রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর- সবার বাড়িতে প্রণাম জানিয়ে মানিকতলার মোড় ঘুরে আবার পদযাত্রা ফিরে আসে বেথুন বাড়িতে। এই পদযাত্রায় পা মেলান ৬২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করা ভাবানী দি-র থেকে প্রিপ্রাইমারির ছাত্রীরা। তবে, এখানেই শেষ নয়, ৭ তারিখ স্কুলে রয়েছে অনুষ্ঠান। মূল অনুষ্ঠান হবে ১০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এছাড়াও পুনর্মিলন অনুষ্ঠান, বৃক্ষরোপন-সহ বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Latest article