প্রতিবেদন : প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মোদি সরকার। কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর উন্নয়নের নামে লাদাখের মহার্ঘ্য প্রাকৃতিক সম্পদ মুনাফালোভী ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার তাই লাদাখের পরিবেশ বাঁচাতে শুরু হয়েছে অভূতপূর্ব আন্দোলন। একইসঙ্গে রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার দাবি এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখের অন্তর্ভুক্তির দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন লাদাখের হাজার হাজার মানুষ। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা ও দুর্যোগ উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান চলছে লাদাখের লেহতে। বিখ্যাত সমাজকর্মী তথা পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) নেতৃত্বে লাদাখবাসীর কেন্দ্রবিরোধী অবস্থান ১৯ দিন পেরিয়েছে। এর পাশাপাশি রবিবার থেকে টানা তিনদিনের অনশন ঘোষণা করেছে কার্গিল ডেমিক্র্যাটিক অ্যালায়েন্সও। লাদাখের একাধিক রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন যোগ দিয়েছে এই অনশন কর্মসূচিতে। লোকসভা ভোটের আগে লাদাখবাসীর শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে চরম বেকায়দায় মোদি সরকার। লাদাখের মানুষের কাছে বিজেপির মিথ্যার মুখোশ খুলে গিয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই এখন পরিবেশকর্মী সোনমের অনুপ্রেরণা। কেন্দ্রীয় সরকারের কাছে যে চার দাবি পেশ করেছে লাদাখের সংগঠনগুলি, তাতে প্রতিদিন যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় টানা ১৯ দিন আন্দোলন চালিয়ে যাওয়া লাদাখবাসী ও আন্দোলনকারীদের উজ্জীবিত করতে সোনম ওয়াংচুক নিজের মাথার কাছে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার অমোঘ পঙক্তিটি।
আরও পড়ুন- চার চিনা জাহাজের রহস্যময় গতিবিধি! চাপ বাড়ছে ভারতের
সোমবার দেশের মানুষ যখন রঙের উৎসবে মাতোয়ারা, তখন পাঁচ হাজার মানুষ সোনমের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন তিনদিনের অনশনে। কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স থেকে পাঁচ হাজার মানুষ লাদাখকে রাজ্যের স্বীকৃতি-সহ চার দাবিকে সমর্থন করে এদিন অনশন শুরু করেন লেহ শহরে। ইতিমধ্যেই ৩০০ মানুষ টানা ১৯ দিন ধরে খোলা আকাশের নিচে অনশন চালিয়ে যাচ্ছেন।
সোনমের (Sonam Wangchuk) দাবি, তিনি যে প্রকৃতিকে বাঁচানোর জন্য আন্দোলনে নেমেছেন তা আজকের দিনে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। তবে ১০০ বছর আগে মহিলাদের ভোটাধিকার বা কৃষ্ণাঙ্গদের স্বীকৃতির কথা যেমন কেউ ভাবতে পারেনি, তা পরে বাস্তবায়িত হয়েছে। তেমনি তাঁদের আন্দোলনের গুরুত্ব আজ যারা অনুধাবন করতে পারছেন না, পরে তারাও এর প্রাসঙ্গিকতা বুঝবেন। ইতিমধ্যেই ‘ক্লাইমেট ফার্স’ আন্দোলনে গোটা দেশের ৪০টি শহর সামিল হয়েছে। নিজেদের শহর থেকেই তাঁরা ‘ফ্রেন্ডস অফ লাদাখ’ শিরোপা পেয়েছেন। পুঁজিপতিদের বন্ধু ও আর্থিক তোলাবাজি চালানো বিজেপি সরকারের কাছে লাদাখবাসীর প্রশ্ন তুলে ধরতে আন্দোলন আরও তীব্র করার বার্তা দিচ্ছেন সমাজকর্মী সোনম, যা লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে চরম অস্বস্তির।