ওড়িশায় বাংলার শ্রমিক নির্যাতন, নবীনকে আবার চিঠি ডেরেকের

Must read

প্রতিবেদন : ওড়িশার ভদ্রকে বাঙালি শ্রমিক নির্যাতন বন্ধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হস্তক্ষেপ দাবি করে আরও একবার চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’brien)। শুধু নবীনের দৃষ্টি আকর্ষণ এবং প্রতিকার দাবিই নয়, তৃণমূলের ৪ সাংসদের একটি প্রতিনিধিদলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে সময়ও চাইলেন ডেরেক (Derek O’brien)। সঙ্গে থাকবেন নির্যাতিত শ্রমিকদের প্রতিনিধিরাও। সমস্ত বিষয়টি এক্স হ্যান্ডেলেও জানিয়েছেন ডেরেক। লক্ষণীয়, দিন কয়েক আগেই নবীন পট্টনায়ককে চিঠি লিখে সাংসদ জানিয়েছিলেন, মুর্শিদাবাদ থেকে বহু শ্রমিক রুজিরোজগারের জন্য সপরিবারে ভদ্রকে থাকেন। কিন্তু তাঁদের অযথা হয়রানি করছেন বিজেপির নেতা-কর্মীরা। এক্তিয়ার বহির্ভূতভাবে তাঁদের পরিচয়পত্র দেখতে চাইছেন। লাগাতার অত্যাচার চলছে বাংলার অসহায় শ্রমিকদের উপরে।এখনি ওড়িশা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এই অত্যচার বন্ধ করার জন্য ডেরেক হস্তক্ষেপ চেয়েছিলেন নবীনের। মনে করিয়ে দিয়েছিলেন বাংলা-ওড়িশার আত্মিক যোগসূত্রের কথা। এবারে আবার চিঠি লিখলেন ডেরেক। সমস্যার দ্রুত এবং স্থায়ী সমাধানের জন্য নবীনের সঙ্গে দেখা করে কথা বলতে চাইলেন তিনি।

আরও পড়ুন- লাদাখ বাঁচাতে কবিগুরুই প্রেরণা, কেন্দ্রের বিরুদ্ধে সোনমের আন্দোলনের ১৯ দিন পার

Latest article