কেজরি গ্রেফতারের প্রতিবাদে সামাজিক মাধ্যমে যুদ্ধের ডাক

Must read

প্রতিবেদন : অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারের প্রতিবাদে এবারে সোশ্যাল মিডিয়া যুদ্ধের ডাক দিল আম আদমি পার্টি। সোমবার দিল্লিতে আপের পক্ষ থেকে শুরু করা হল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন। মূল স্লোগান, মোদি কা শিরফ এক হি ডর, অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালের একটি ছবি তুলে ধরে এই প্রচার কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করলেন আপনেত্রী অতিশি। সকলের কাছেই আবেদন রাখলেন, সামাজিক মাধ্যমের প্রোফাইল পিকচারে এই ছবিটি রাখুন। অন্যায়ের প্রতিবাদ করুন। দেশকে যদি বাঁচাতে চান, তা হলে অবশ্যই সরব হোন। ডিপিতে তুলে ধরুন অরবিন্দ কেজরিওয়ালের ছবি। প্রতিবাদ আন্দোলনে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের লক্ষ্যে একটি ওয়েবসাইট খোলার কথাও জানানো হয় আপের পক্ষ থেকে।
সোমবার সারাদেশ যখন হোলির আনন্দে মেতে উঠেছে তখন হোলি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আপ নেতৃত্ব। অব্যাহত রেখেছে আপ-সুপ্রিমোর গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনের ধারা। হোলি বয়কটের সিদ্ধান্ত কেন? আপনেতৃত্বের ব্যাখ্যা, মন্দের বিরুদ্ধে ভালর জয়ের প্রতীক হল রঙের উৎসব হোলি। আজ আপের সবাইকেই লড়াইতে নামতে হয়েছে মন্দ, নিষ্ঠুরতা এবং অবিচারের বিরুদ্ধে। সেই কারণেই এই আনন্দ থেকে নিজেদের দূরে রেখেছে নেতৃত্ব।

আরও পড়ুন-ওড়িশায় বাংলার শ্রমিক নির্যাতন, নবীনকে আবার চিঠি ডেরেকের

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে অতিশি মন্তব্য করেছেন, নিষ্ঠুর স্বৈরাচারের পরিণতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী প্রিয় নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কোনও চেষ্টারই ত্রুটি রাখছে না কেন্দ্রের স্বৈরাচারী শাসক। লড়াইটা তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য। ইডির প্রতিও অতিশির অনুরোধ, বিজেপির অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়ে স্বাধীনভাবে কাজ করুন, সাংবিধানিক ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করে সুবিচার নিশ্চিত করুন। লক্ষণীয়, কেজরি গ্রেফতারের প্রতিবাদে ৩১ মার্চ এক বিশাল র‍্যালির ডাক দেওয়া হয়েছে ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে। মঙ্গলবার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ডাক।

Latest article