মুখ্যমন্ত্রী-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর ধর্না তুলছে শিখরা

Must read

পাগড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিংকে বিরোধী দলনেতার ‘খালিস্তানি’ মন্তব্যের প্রতিবাদে টানা ২৬ দিন ধরে মুরালি ধর লেনে বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভে শামিল শিখরা (Sikh Protest)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধর্না মঞ্চে যান মন্ত্রী শশী পাঁজা ও বিধায়ক বিবেক গুপ্ত। শিখদের এই ধরনা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন তাঁরা। সেই অনুরোধ মেনে ২৬ দিন পর বিক্ষোভ অবস্থান উঠে যাচ্ছে বিজেপির রাজ্য দফতরের সামনে থেকে।

মন্ত্রী শশী পাঁজা বলেন, “এই ধরনের মন্তব্য বাংলার অপমান বাংলার মা বোনদের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের সঙ্গে। বিজেপির সর্ব্বোচ নেতৃত্ব শুভেন্দুদের নির্দেশ দেননি ক্ষমা চাইতে। আপনাদের মনের দুঃখ বাংলার মনের দুঃখ। সামনেই নির্বাচন তাই এই আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করছি।“ তিনি আরও বলেন, “যে অপমান শুভেন্দু করেছেন সেটা বাংলার অপমান, দেশের অপমান। এটা ওদের চরিত্র। বিজেপি সাপোর্ট করে এই ধরনের মক্তব্যকে। এটা তাদের  চরিত্রে রয়েছে।“

আরও পড়ুন-কেজরি গ্রেফতারের প্রতিবাদে সামাজিক মাধ্যমে যুদ্ধের ডাক

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের তরফে এই আন্দোলনকে স্থগিত করার অনুরোধ করা হল শিখ সম্প্রদায়ের (Sikh Protest) মানুষদের কাছে। এরপরই সেই অনুরোধ মেনে তারা ধরনা তুলে নেওয়ার কথা জানান। এরই পাশাপাশি রাজ্য প্রশাসন যে তাদের পাশে আছে, সে কথাও এদিন তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

Latest article