ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল কে কবিতার

Must read

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেত্রী কে কবিতাকে (K Kavitha) আগামী ৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা গত ১৫ মার্চ গ্রেফতার করে ইডি। ২৩ মার্চ পর্যন্ত হেফাজতে পাঠানো হলেও আবারও হেফাজতের দিন বাড়ানো হয়।

২৬ মার্চ মঙ্গলবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন আবারও আদালতে তোলা হয় কবিতাকে। শুনানি চলাকালীন কবিতার আইনজীবী বলেন, কে কবিতার (K Kavitha) সন্তানের পরীক্ষা থাকায় মা হিসেবে তাঁর দায়িত্ব পালন করা দরকার। অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে জবাব দাখিলের জন্য সময় চেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। আগামী ১ এপ্রিল কে কবিতার অন্তবর্তীকালীন জামিনের শুনানি হবে বলে খবর।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর ধর্না তুলছে শিখরা

চার্জশিটে ইডির অভিযোগ ছিল, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়া আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে দক্ষিণ ভারতের যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, কবিতা তার ৬৫ শতাংশের মালিক। এই মামলাতেই গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Latest article