অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভার্চুয়াল ওই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও কেন্দ্রের বিজেপি সরকারের কড়া বিরোধিতায় বিরোধী দলগুলির করণীয় কী, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান কংগ্রেস সভানেত্রী। ওই বৈঠকের পর কোনও একদিন দিল্লিতে বিরোধী দলের নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজের আয়োজন করতে পারেন সোনিয়া গান্ধী।
আরও পড়ুন – রেড রোডে এবার থাকছে নজরকাড়া ট্যাবলো
সূত্রের খবর, ২০ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন-সহ আরও কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া। এই খবরের সত্যতা স্বীকার করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, “২০ আগস্ট সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।”