রেড রোডে এবার থাকছে নজরকাড়া ট্যাবলো

Must read

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাজ্য এবার বিশেষ নজর দিচ্ছে ট্যাবলোতে৷ করোনা আবহে এবার ১৫ অগাস্টের অনুষ্ঠান হবে সবমিলিয়ে ৪০ মিনিটের৷ অতিথি সংখ্যা নিয়ন্ত্রিত থাকছে৷ তবে এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ নিশ্চিতভাবেই হল ট্যাবলো৷

আরও পড়ুন – আধুনিক প্রযুক্তিতে মাছ-মাংসের ব্যবসায় নামছে বেনফিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্পগুলি এবারের ১৫ অগাস্টে ট্যাবলো হিসেবে সাজিয়ে তুলে ধরা হবে বলে নবান্ন সূত্রে খবর।

জানা গিয়েছে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার, খেলা হবে দিবস,জলস্বপ্ন প্রকল্পগুলি নিয়েই তৈরি হচ্ছে এবারের ট্যাবলো৷

আরও পড়ুন – ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আবেদন পত্রে ইউনিক নম্বর: কী ভাবে আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে এর মধ্যেই। এই প্রকল্প দুটিকে প্যারেডে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগেই চালু হয় দুয়ারে সরকার প্রকল্প৷ সাধারণ মানুষের কাছে সবরকম পরিষেবা সহজে পৌঁছে দিতেই এই প্রকল্প৷

তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়েছেন। ৬ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা৷ ‘খেলা হবে দিবস’-এর আনুষ্ঠানিক সূচনাও করেছেন মুখ্যমন্ত্রী৷ এর সাথে তিনি চালু করেছেন বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ‘জলস্বপ্ন প্রকল্প’।

Latest article