আর্থিক দুর্নীতির মামলায় ৮ জুন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। কিন্তু ইডির দফতরে হাজিরা দেওয়ার আগেই করোনা আক্রান্ত হলেন সোনিয়া গান্ধী। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন নেত্রী। বৃহস্পতিবার দলনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।
আরও পড়ুন-শেষ বিদায় কেকে
এদিন ট্যুইট করে কংগ্রেস সভানেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় অল্প জ্বর ও অন্যান্য উপসর্গ ছিল সোনিয়ার। তাই তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে নেত্রী করোনা পজিটিভ। সুরজেওয়ালা জানিয়েছেন, সম্প্রতি নেত্রী বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন।