‘দিদির বাংলা’র জন্য কাজ করে ধন্য হতে চান গরিবের মসিহা বলিস্টার সোনু

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার বইছে। সেই জোয়ারে শামিল হয়ে ‘দিদির বাংলার উন্নয়নের জন্য কিছু করে ধন্য’ হতে চান সোনু

Must read

সংবাদদাতা, কাটোয়া : করোনাকালে ও লকডাউনে গোটা দেশের আমআদমির কাছে ‘মসিহা’ হিসাবে জায়গা করে নেন বলিউডের অভিনেতা সোনু সুদ। একসময় যাঁকে মানুষ চিনত সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের কারণে, তিনিই হয়ে ওঠেন ভালবাসার পাত্র রিয়েল হিরো। দেশের অগুনতি পরিবারের পাশে দাঁড়িয়েছে তাঁর সংস্থা ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’। কাজ করছে শিক্ষা, নিয়োগ ও প্রযুক্তি বিকাশে সহায়তা দিয়ে। এবার বাংলার জন্য কাজ করতে চান মানবিক অভিনেতা।

আরও পড়ুন-রহস্য-রোমাঞ্চে রক্তকরী

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার বইছে। সেই জোয়ারে শামিল হয়ে ‘দিদির বাংলার উন্নয়নের জন্য কিছু করে ধন্য’ হতে চান সোনু। বৃহস্পতিবার বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চন উৎসবে যোগ দিয়ে তাঁর এই ঘোষণায় খুশিতে আত্মহারা জনতা। নায়ক ও খলনায়ক দুই ধরনের চরিত্রেই সফল সোনু বাস্তব জীবনে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার। যার বহু নজির সংবাদমাধ্যমে খবর হয়েছে। বাংলার জন্য তাঁর এই কাজ করার ইচ্ছাকে স্বাগত জানান উৎসবের কর্ণধার তৃণমূল বিধায়ক খোকন দাস। কাঞ্চন উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কাঞ্চননগরে রয়েছে একটি বৃদ্ধাশ্রম ‘নবনীড়’। যার পরিচালন ভার বিধায়ক ও তাঁর সহযোগীদের। বৃদ্ধাবাসের কর্মকাণ্ড দেখেই ‘বাংলার জন্য কিছু করতে চান’ বলে মঞ্চ থেকে ঘোষণা করেন সোনু। উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, স্বপন দেবনাথ-সহ বহু বিশিষ্টজন।

Latest article