জোকা-তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro)চূড়ান্ত ছাড়পত্র দিল রেলওয়ে সেফটি কমিশন। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর।
গত ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন। জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন পরিদর্শন করেন তিনি ও তাঁর টিম। মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তার পরই ওই রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হল।
আরও পড়ুন: রাজ্য শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্রই, বিজেপি সরকারকে তুলোধনা করে বার্তা অভিষেকের
ওই রুটে মোট ছ’টি স্টেশনকে নিয়ে প্রথম পর্যায়ে পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই ছ’টি স্টেশন হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। সূত্রের খবর, ওই লাইনে আপাতত একটি করেই ট্রেন চলবে। একটি ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছনোর পরে আবার সেই ট্রেন উল্টোমুখে ফিরে আসবে।