প্রতিবেদন : শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে পারলেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপির আগ্রাসন থেকে বাঁচতে জোট সরকারের প্রায় সব বিধায়ককে ছত্তিশগড় পাঠালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মঙ্গলবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডির ৪৫ জন বিধায়কদের নিয়ে একটি চার্টার্ড ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুরে উদ্দেশ্যে উড়ে যায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন হেমন্ত স্বয়ং। তবে মুখ্যমন্ত্রী নিজে ঝাড়খণ্ডেই থেকে গিয়েছেন।
আরও পড়ুন-প্রেসিডেন্টের প্রাসাদ দখল, নিহত ৩০
উল্লেখ্য, খনি লিজ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সোরেনকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য রাজ্যপালকে সুপারিশ করেছে। তারপরই এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। যথারীতি সুযোগ বুঝে আসরে নামে বিজেপি। ঝাড়খণ্ডেও তারা অপারেশন লোটাসের চেষ্টা চালায় বলে অভিযোগ। বিজেপির হাত থেকে সরকার বাঁচানোই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোরেনের। সে কারণেই তিনি দলের ও জোটসঙ্গী দলের বিধায়কদের ছত্তিশগড় পাঠিয়ে দিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হেমন্তর বাসভবন থেকে বিধায়কদের নিয়ে দু’টি বাস বিমানবন্দরের দিকে রওনা হল। ছত্তিশগড়ে বিধায়কদের পাঠানোর উদ্দেশ্য হল সেখানে সরকার কংগ্রেসের। তাই সেখানে বিজেপির হাত পৌঁছবে না।