সংবাদদাতা, কাটোয়া : গুজরাত সরকারের চরম ব্যর্থতার মাঝেই দমদম বিমানবন্দর হয়ে পূর্বস্থলীর কেশববাটিতে হাবিবুল শেখের (১৮) দেহ এসে পৌঁছল, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ। পরিবারের লোকের অভিযোগ, দেহ আনার ব্যাপারে না ওখানকার সরকার, না কেন্দ্র, কারও কোনও সাহায্য মেলেনি। তাঁদেরই অনেক কষ্ট করে টাকা ধার করে নিয়ে আসতে হয়েছে দেহ। কফিন খুলে দেখা যায়, এত জোরে নদীতে পড়েছিল হাবিবুল, যে মুখটা ক্ষতবিক্ষত। রাজ্য এবং তৃণমূল দল প্রথম থেকেই ওর পরিবারের পাশে।
আরও পড়ুন-মন্ত্রীর দাদার বাড়িতে গড়ে উঠল পাঠাগার
শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচি, পূর্বস্থলীর আইসি সন্দীপ গাঙ্গুলি, দেবাশিস নাগ, রাসবিহারী হালদার, আসরাফ আলি শেখ প্রমুখ। রাতেই ভিড় করেন গ্রামের মানুষ। দুর্ঘটনার জন্য গুজরাত সরকারকে দায়ী করার পাশাপাশি, হাবিবুলের দেহ আনার ব্যাপারে গুজরাত সরকার ও কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না মেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। হাবিবুলের কফিনে মালা দেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবীন্দ্রনাথ বললেন, ‘‘ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে রাজ্য সরকার নজর রাখবে।’’