দিঘায় এবার বিদেশের আদলে হবে সমুদ্রের নিচে পার্ক

প্রকল্প বাস্তবায়নের ভার দেওয়া হয়েছে হিডকোর উপর। সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার জন্য ভারত তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানানো হয়েছে।

Must read

প্রতিবেদন : পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় সারা বছর দেশবিদেশের পর্যটকদের তুমুল ভিড় লেগেই থাকে। তাই দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে উদ্যোগী রাজ্য সরকার। জগন্নাথধাম নির্মাণের পর নেওয়া হয় চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা। এবার দিঘায় সিঙ্গাপুরের আদলে সমুদ্রের নিচে আন্ডার ওয়াটার পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হল। এজন্য জায়গা খোঁজার কাজ শুরু করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন-শোক ভুলে ক্ষোভ হাবিবুলের গ্রামে

বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটকদের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে দিঘা। এই প্রকল্প বাস্তবায়িত করতে সাবমেরিন মিউজিয়ামের ঠিক পাশেই আন্ডার ওয়াটার টানেল তৈরির চিন্তাভাবনা চলছে। সিঙ্গাপুর-সহ বিদেশের বিভিন্ন জায়গায় সমুদ্র তলদেশে এমন আন্ডার ওয়াটার পার্ক থাকলেও ভারতে এই প্রথম এমন পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অ্যাক্রেলিকের এই সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই উৎসাহিত পর্যটকরা।

আরও পড়ুন-মন্ত্রীর দাদার বাড়িতে গড়ে উঠল পাঠাগার

প্রকল্প বাস্তবায়নের ভার দেওয়া হয়েছে হিডকোর উপর। সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার জন্য ভারত তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানানো হয়েছে। সমুদ্রের নিচে নতুন এই টানেল সম্পূর্ণ আন্তর্জাতিক মানের এবং সিঙ্গাপুরের আদলে হবে বলে জানা গিয়েছে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল জানান, ‘‘আন্ডার ওয়াটার পার্ক তৈরির জায়গা চিহ্নিতকরণের জন্য চিঠি এসেছে। জায়গা খোঁজা চলছে।’’

Latest article