শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিজেপির, মুখোশ খুলে তোপ সৌগতর

Must read

নয়াদিল্লি ও কলকাতা : বাংলায় বিজেপির ভরাডুবি থেকে নজর ঘোরাতে এবং নেতাদের মুখরক্ষায় ফের সন্ত্রাসের প্রসঙ্গ আনল বিজেপি। দিল্লিতে তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেতারা বলেছেন সন্ত্রাস চলছে। বিজেপি নাকি বাংলায় ভাল ফল করেছে। এই ধরনের প্রচার সামনে আসতেই পাল্টা তোপ দেখেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, ‘‘মিথ্যাচার করছে বিজেপি। নির্বাচন কমিশন যখন বাংলার দায়িত্বে ছিল তখন কিছু ঘটনা ঘটেছে। বিজেপি সর্বক্ষণ প্ররোচনা দিয়েছে। ওদের নেতারা উসকানি দিয়েছেন। তৃণমূলের উপরেও হামলা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করেছেন। বিজেপিকে তাদের নেতা, কর্মীরাই ভরসা করেন না। সাধারণ মানুষ থেকে ওরা বিচ্ছিন্ন। তাই পরের পর হেরেই চলেছে। আর নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এইসব গল্প ছাড়ছেন।’’

আরও পড়ুন : দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতাম : তথাগত

বিজেপির বক্তব্য, বাংলার মানুষের আস্থা প্রধানমন্ত্রীর উপর রয়েছে। তৃণমূলের জবাব : সে তো বিধানসভা ভোটে তাঁর ডেইলি প্যাসেঞ্জারির পর ভোটের ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে। বিজেপির চূড়ান্ত কোন্দলের খবর দিল্লির কানেও পৌঁছেছে। বঙ্গ বিজেপি সম্পর্কে তাঁরা হতাশ। তবে নিজেদের ঘরোয়া কোন্দল ও অপদার্থতা ঢাকতে এই সন্ত্রাসের কুৎসা তাঁদের কাছেও হাতিয়ার। রাজ্য বিজেপির কমিটি নিয়েও তাদের গোষ্ঠীবাজি তুঙ্গে উঠেছে। সৌগত এদিন বিভিন্ন ইস্যুতে বিজেপির মুখোশ খুলে দেন। কেন্দ্রীয় সরকার যেসব জনবিরোধী কাজ করছে, তার খতিয়ান দেন তিনি। একটি স্কিম বন্ধের প্রতিবাদে দিল্লিকে চিঠিও দিচ্ছেন সৌগত। তৃণমূল কড়াভাবেই কুৎসার জবাবও দিচ্ছে।

Latest article