সংবাদদাতা, কাঁথি : অধিকারী পরিবারে যেন গ্রহণ লেগেছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার মানুষ। তাঁর নামে নদিয়ার কল্যাণীতে থানায় নালিশও করা হয়েছে। দেওয়া হয়েছে মামলার হুমকি। সেই সঙ্গে তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি উঠল। শনিবার এই দাবিতে পথে নামল তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের কাঁথি প্রভাত কুমার কলেজ ইউনিট। অভিযোগ, ২০১৭- ২০ সালের মধ্যে এই কলেজ ভবনের কাজে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই সময় সৌমেন্দু গভর্নিং বডির সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করে কাঁথি থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত। এই ঘটনায় কলেজের তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের পক্ষ থেকে শনিবার কাঁথি মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জকে ডেপুটেশন দেওয়া হয়। সৌমেন্দুকে গ্রেফতারের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শতদল দাস, কলেজ ইউনিটের সভাপতি ইমরান আলি খান, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক অয়ন জানা প্রমুখ।