দুয়ারে সরকারে মা-শিশুর স্বাস্থ্য সচেতনতা 

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : সচেতনতা এবং যথাযথ যত্ন ও পথ্যের জেরে রাজ্যে শিশুমৃত্যুর হার খুবই কম। এ ব্যাপারে স্বাস্থ্য ও শিশুকল্যাণ দফতর ভাল কাজ করছে। রাজ্য সরকার (West Bengal Government) সচেতনতার কাজে নতুন পরিকল্পনা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদেরও লাগাচ্ছে। এই কর্মীরা বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবিরে মা, শিশু এবং কন্যাশ্রীদের পুষ্টির বিষয়ে সচেতন করছেন। বাঁকুড়ার সিমলাপালে আয়োজিত হল তেমনই এক শিবির। এ বিষয়ে সিমলাপালের সিডিপিও রনি দাস জানালেন, আমাদের এই প্রচারের লক্ষ্য হল দেশকে সুস্থ-সবল শিশু, মা এবং নাগরিক উপহার দেওয়া। এখানে কন্যাশ্রীদের, শিশুদের, গর্ভবতী মায়েদের ওজন নিয়ে তাঁদের শরীর ঠিক আছে কি না এবং কোন ধরনের খাদ্যের প্রয়োজন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। শারীরিক সমস্যায় কখন চিকিৎসকের কাছে যেতে হবে, তাও জানিয়ে দেওয়া হল। অঙ্গনওয়াড়ি কর্মী (West Bengal Government) ঋতু মণ্ডল, ময়না মাহাতো, আলোমণি হেমব্রম-সহ অন্যান্য‌ অঙ্গনওয়াড়ি কর্মীরা জানালেন, সিডিপিও সাহেবের তত্ত্বাবধানে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করছি, যা ভবিষ্যতে কাজে লাগাব। এখানেও গর্ভবতী মা এবং কন্যাশ্রীদের মধ্যে সচেতনতার বার্তা দিতে পেরে আমরা খুশি।

Latest article