Mohun Bagan: নির্বাচন কমিটি গঠন, জোড়া দায়িত্বে সৌমিক

বোর্ড থেকেও ইস্তফা সৃঞ্জয়ের

Must read

প্রতিবেদন : বুধবার মোহনবাগানের (Mohun Bagan) কর্মসমিতির বৈঠকে সৃঞ্জয় বোসের ইস্তফাপত্র গৃহীত হল। ক্লাবের নিয়ম অনুযায়ী সচিবের অনুপস্থিতিতে সহ-সচিব কাজ দেখাশোনা করবেন। সেই মতো ক্লাব নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সচিবের দায়িত্ব সামলাবেন সহ-সচিব তথা সবুজ-মেরুনের (Mohun Bagan) ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায় (Satyajit Chatterjee)। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সহ-সভাপতির শূন্য পদে এলেন সৌমিক বোস (Soumik Bose)।

আরও পড়ুন: Mamata-Abhishek: গোয়ায় ঝড় তুলতে ১৩ই, মমতা–অভিষেক

এদিকে, ক্লাবের সচিব পদের পাশাপাশি এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দিয়েছেন সৃঞ্জয়। এদিন ক্লাবের কর্মসমিতির জরুরি বৈঠকে সদস্যরা সর্বসম্মতিক্রমে সৌমিক বোসকেই এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে মনোনীত করেছেন।
শতাব্দীপ্রাচীন ক্লাবের আসন্ন নির্বাচন ঘিরেও তৎপরতা তুঙ্গে। এদিনের বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। এছাড়াও বোর্ডে আছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, সৌরেন্দ্র দত্ত এবং প্রাক্তন ফুটবলার উমাপতি কুমারের নাতনি সোমা দাস।
শ্রদ্ধাঞ্জলি দিয়ে এদিনের বৈঠক শুরু হয়। ক্লাবের সদ্যপ্রয়াত সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সচিব অতীন সেন ও সিনিয়র সদস্য শ্রী রমেনের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন কর্মসমিতির সদস্যরা।

Latest article