সৌরভের পাল্টা, বাংলা বলেই এত কুৎসা

Must read

প্রতিবেদন : এ যেন সেই টপ ফর্মের চেনা বাঁহাতি ব্যাটসম্যান যিনি অনায়াসে স্টেপ আউট করে এক-একটা বিষাক্ত বলকে মাঠের বাইরে ফেলছেন। আবার কখনও অফ সাইডে ফিল্ডারকে দাঁড় করিয়ে রেখে মাখনের মতো কভার ড্রাইভে চার মারছেন। যা দেখে কমেন্টেটররা বলতে বাধ্য হতেন গাঙ্গুলি হল অফ সাইডের ঈশ্বর। ঠিক সেই একই দাপটের সঙ্গে বৃহস্পতিবার মহারাজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় ইস্পাত কারখানা তৈরি ও বিনিয়োগ নিয়ে নিন্দুকদের সপাটে স্টেপ আউট করলেন। স্পেনে কেন ঘোষণা, স্টেপ আউটে জবাব পড়ল মাঠের বাইরে। বললেন, কে কী বলছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। সমালোচকদের জন্য সৌরভের (Sourav Ganguly) বার্তা, আমি একজন স্বতন্ত্র মানুষ। সাংসদ বা বিধায়ক নই। আর মানুষ হিসেবে আমি যেখানে খুশি যাব। যার সঙ্গে ইচ্ছে যাব। আমি পৃথিবীর নানা প্রান্ত থেকে আমন্ত্রণ পাই। আমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নই। ফলে যারা এসব বলছেন তাঁদের বলব, এগুলো করবেন না, বন্ধ করুন। বাংলা বলেই এমন কুৎসা হয়। এখানে সবকিছুতেই রাজনীতি খোঁজা হয়। কোনও গঠনমূলক বিষয় নেই, শুধু সমালোচনার জন্যই সমালোচনা। সাফ কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন- দিল্লি চলোর আন্দোলনের প্রস্তুতি তুঙ্গে, আজ কলকাতায় আসছেন বঞ্চিতরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প-সফরে স্পেনে তাঁর পাশে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক ঘোষণা করেছেন, শালবনিতে ইস্পাত কারখানা করবেন। এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া-সহ সব জায়গায় সৌরভকে ট্রোল করা শুরু হয়ে যায়। বৃহস্পতিবার তার কড়া জবাব দিলেন সৌরভ (Sourav Ganguly)।
তাঁর সংযোজন, যেহেতু আমাদের অল্পসংখ্যক কিছু মানুষ হলেও চেনে, তাই আমাদের একটু মান্যতা দেয়। কিন্তু আমার কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। স্পেন, কলকাতা, দিল্লি— আমার কাছে কোনও আলাদা কিছু নয়। আমার কাউকে কোনও জবাবদিহি করার কিছু নেই। আমাদের একটা ভাবমূর্তি রয়েছে সেটা নষ্ট করবেন না। যতক্ষণ না আমার সিদ্ধান্তে কারও ক্ষতি হচ্ছে ততক্ষণ আমি আমার কাজ করে যাব। আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যে বাংলায় স্টিল প্ল্যান্ট হবে। আবারও স্পষ্ট জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Latest article