মেয়াদবৃদ্ধি সৌরভের, বোর্ডে আরও তিন বছর

Must read

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থেকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI- Sourav Ganguly)। এমনকী সচিব পদে থেকে গেলেন জয় শাহও। বুধবারই বিসিসিআই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলি দু’দিন ধরে শুনানিতে বোর্ডের আইনজীবীদের কাছে সবটাই শুনেছেন। বোর্ড আদালতে বারবার বলেছে, ৬ বছরের কুলিং অফ পিরিয়ডকে ভেঙে দেওয়ার জন্য। সৌরভরা আরও একটা মেয়াদ থাকলে কতটা সুবিধে হতে পারে সেটাও আদালতকে বুঝিয়েছিলেন বোর্ডের আইনজীবী কপিল সিব্বল। শেষ পর্যন্ত সেটাই মেনে নিয়ে বোর্ডের গঠনতন্ত্রে সংশোধন করার অনুমতি দিল সর্বোচ্চ আদালত।

এদিন দুই বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে, বোর্ড সভাপতি পদে সৌরভ (BCCI- Sourav Ganguly) এবং সচিব পদে জয়ের মেয়াদ বাড়ানো হল। অর্থাৎ শিথিলতা আনা হল দু’জনের কুলিং অফ পিরিয়ডে। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্য সংস্থা এবং বোর্ডে থাকার মেয়াদ একসঙ্গে ধরা হবে না। রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন একজন আধিকারিক। অর্থাৎ ১২ বছর ক্রিকেট প্রশাসনে দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে সংশ্লিষ্ট কর্তা বা আধিকারিককে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে আজ বড়িশা

২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হয়েছিলেন সৌরভ। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলান তিনি। ওই বছরের শেষেই বিসিসিআই সভাপতি হন সৌরভ। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী বোর্ডের দায়িত্বে মোট ছ’বছর থাকতে পারবেন তিনি। সেক্ষেত্রে ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে আর কোনও সমস্যা রইল না বাংলার মহারাজের। তবে ৭০ বছর বয়সের উপরে কোনও ব্যক্তি বোর্ডের পদে থাকতে পারবেন না। বিসিসিআই চাইছিল, সত্তরোর্ধ্ব ব্যক্তির পদ ছেড়ে দেওয়ার যে নিয়ম আছে তা তুলে নেওয়া হোক। এদিন সৌরভ বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। তিনি মন্তব্য করবেন না। কোর্ট যা ভাল বুঝেছেন, রায় দিয়েছেন।

Latest article