খেলা

শিক্ষকদিবসে গুরু গ্রেগকে শুভেচ্ছা জানিয়েও বিস্ফোরক সৌরভ

প্রতিবেদন : দু’জনের শীতল সম্পর্কের কথা সবার জানা। সোমবার শিক্ষকদিবসে গুরু গ্রেগকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি শুভেচ্ছা জানিয়েছেন আর এক প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কার্স্টেনকেও।
২০০৫-২০০৭। এই সময়ে সৌরভের কেরিয়ার ঝড়-ঝঞ্ঝার মধ্যে দিয়ে কেটেছে। টেস্ট ও ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন। তবে ফিরেও এসেছেন সসম্মানে। তাঁর দীর্ঘ কেরিয়ারে যেসব কোচের অধীনে তিনি খেলেছেন, সোমবার শিক্ষকদিবসে সবাইকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তালিকায় যেমন কার্স্টেন আছেন, তেমনই যাঁর সঙ্গে প্রবল তিক্ততার মধ্যে দিয়ে গিয়েছিলেন সেই গ্রেগ চ্যাপেলও (Sourav Ganguly- Greg Chappell)।

১৯৯২-এ অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে অভিষেক হলেও প্রিন্স অফ ক্যালকাটার কেরিয়ার গতি পেয়েছিল ১৯৯৬-এ লর্ডসে। অভিষেকেই সেঞ্চুরি করেন সৌরভ। ২০০০-এ ক্রিকেট গড়াপেটার কালো ছায়া থেকে ভারতীয় ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পেরেছিল অধিনায়ক সৌরভের হাত ধরে। আক্রমণাত্মক নেতৃত্ব ও মানুষের বিশ্বাসকে সম্বল করে মাঠে লোক ফিরিয়ে এনেছিলেন তিনি। ১৬ বছরের লম্বা কেরিয়ারে সৌরভের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল কোচ জন রাইটের। কিন্তু ২০০৩ বিশ্বকাপের পর যাঁকে তিনি নিজের উদ্যোগে কোচ করে নিয়ে এসেছিলেন, সেই গুরু গ্রেগের সঙ্গে সম্পর্কটা কখনও মসৃণ হয়নি। তাঁর আমলেই বাদ পড়তে হয়েছিল সৌরভকে। ফেরেনও গ্রেগের সময়েই।
শিক্ষকদিবস উপলক্ষে ক্লাসপ্লাস ইউটিউবে এক ভিডিও বার্তায় সৌরভ (Sourav Ganguly- Greg Chappell) বলেছেন, ‘‘বিশ্বকাপের পর আমরা নতুন কোচ পেলাম। অনেক আলোচনার শেষে কোচ হয়ে এলেন গ্রেগ চ্যাপেল। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে গিয়েও আমরা কাপ জিততে না পারায় ২০০৭ বিশ্বকাপ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা স্বপ্নপূরণের চেষ্টায় ছিলাম। ততদিনে আমি নেতৃত্ব ছেড়ে দিয়েছি।” এরপর তিনি বলেন, ‘‘নেতৃত্বের ব্যাপারটা আমাকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করেছিল। দলের ব্যর্থতার মধ্যেও কখনও হাল ছেড়ে দিইনি। উনিশ বছরের তরুণের জেদ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের রাস্তা খুঁজে গিয়েছি।” সৌরভ ভিডিওতে আরও বলেছেন, ‘‘দলে জায়গা পেতে আমাকে লড়তে হয়েছে। কখনও দলে ছিলাম, কখনও বাইরে। কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।”

আরও পড়ুন: ধোনি নিয়ে বিরাট-মন্তব্যে ক্ষুব্ধ বোর্ড

এরপরই তিনি যোগ করেন, কখনও বাদ পড়েছেন। ফিরেও এসেছেন। সৌরভ থেকে ‘দাদা’ হয়েছেন। ২০০৭-এ পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন। সেই সফর নিয়ে তিনি বলেন, ‘‘বাড়ি ফিরেছিলাম আরও ভাল, আরও শক্তিশালী হয়ে। নিজেকে বলেছিলাম এখনও আমার মধ্যে খেলা আছে। দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ঠিক করেছিলাম খেলা ছাড়ব না। ব্যাটেই সবাইকে জবাব দেব।” ২০০৭-এ সৌরভ ১০ ম্যাচে ১১০৬ রান করেছিলেন। তিনটি সেঞ্চুরি-সহ গড় ৬১.৪৪। ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাথা উঁচু করেই। তাঁর ক্রিকেট জীবনের শেষদিকে অনভিপ্রেত বিতর্কে জড়াতে হয়েছিল। যা নিয়ে সৌরভ বলেছেন, ‘‘এসব আমাকে আরও ভাল মানুষ হতে সাহায্য করেছে।”
দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ ২০০৮-এ ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago