প্রতিবেদন : আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ ইডেনে। একটি এলিমিনেটর। অন্যটি কোয়ালিফায়ার। কোন কোন দল কলকাতায় খেলবে, তা এখনও পরিষ্কার নয়। কিন্তু আইপিএল ম্যাচের জন্য ইডেনে প্রস্তুতি চলছে জোরকদমে। বৃহস্পতিবার বিকেলে ইডেনের এই প্রস্তুতিই দেখে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-এক জমিতে দুই ফসল, অল্প খরচে বেশি লাভ
ইডেনের দুটি ম্যাচ হবে ২৪ ও ২৫ মে। একশো শতাংশ দর্শক নিয়ে খেলা হবে ইডেনে। দু’বছর পর কলকাতায় আইপিএলের ম্যাচ হচ্ছে ইডেনে। মাঝে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ ম্যাচ হয়েছে এখানে। এদিন বিকেলে ইডেনে এসে পরিস্থিতি নিজের চোখে দেখে যান সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব দেবব্রত দাস। সিএবি যুগ্মসচিব পরে জানালেন, সৌরভ প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখেন। তবে কিউরেটর সুজন মুখোপাধ্যায় কল্যাণীতে থাকায় তাঁর সঙ্গে উইকেট নিয়ে কথা বলতে পারেননি।
সুজন অবশ্য বলছিলেন, বরাবর যেমন উইকেট হয়ে এসেছে ইডেনে, এবারও তার ব্যতিক্রম হবে না। গত কয়েকদিনের বৃষ্টিকে তিনি কোনও আমল দিতে চাননি। তাঁর বক্তব্য হল, একমাত্র খেলার দিন ছাড়া যখন খুশি বৃষ্টি হোক, ইডেনের ম্যাচে তার কোনও প্রভাব পড়বে না।