এক জমিতে দুই ফসল, অল্প খরচে বেশি লাভ

সেখানে পাটচাষ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে দুটি ফলন হওয়ায় জল, রাসায়নিক খরচ কমে। পোকার আক্রমণও কমে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : কৃষিভিত্তিক মুর্শিদাবাদ জেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে নজর দিয়েছে রাজ্য সরকার। একই জমিতে একই সঙ্গে দুই ফসল ফলিয়ে কম খরচে কী করে কৃষকদের মুখে হাসি ফোটানো যায়, তার কাজ শুরু হয়েছে ফরাক্কায়। পাটচাষের পাশাপাশি ভুট্টাচাষ করে অল্প খরচে বাড়তি লাভের মুখ দেখতে পেয়ে খুশি ফরাক্কার কৃষকেরা।

আরও পড়ুন-পঞ্চায়েতই গড়ে দিল জিম

কৃষি দফতরের এই আধুনিক প্রযুক্তি কীভাবে কৃষকেরা মাঠে হাতেকলমে প্রয়োগ করছেন, তা খতিয়ে দেখতে দুপুরে সরজমিনে পরিদর্শন করলেন রাজ্য কৃষি-অধিকর্তা সজল ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল। কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। অভাব-অভিযোগ শোনেন মন দিয়ে। মহেশপুর গ্রামপঞ্চায়েতের মমরেজপুরের কৃষক মহম্মদ আকতারুল হক ও সাহাদাত আলি ফরাক্কার কৃষি দফতরের সহ-অধিকর্তা মাসিদুর রাকিবের কাছে আত্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে একই জমিতে ভুট্টা ও পাট চাষ করেছেন। ওঁরা ফলন দেখে খুশি। ব্লক সহ কৃষি-অধিকর্তা মাসিদুর রাকিব জানান, আত্মা প্রকল্পে প্রায় ৩২০০ কৃষককে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে একই জমিতে একই মরশুমে দুটি ফসল ফলন ফলানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফরাক্কা ব্লকের ১২০০ হেক্টর জমিতে এ বছর পাট ও ভুট্টাচাষ করা হয়েছে। ভুট্টা গাছের মধ্যে দুটি সারিতে প্রায় এক ফুট ফাঁকা থাকে। সেখানে পাটচাষ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে দুটি ফলন হওয়ায় জল, রাসায়নিক খরচ কমে। পোকার আক্রমণও কমে।

Latest article