জোহানেসবার্গে পানশালায় গুলিবৃষ্টি, হত ১৫ জখম বহু

Must read

প্রতিবেদন : আমেরিকা, নরওয়ের পর এবার বন্দুকবাজের হামলা দক্ষিণ আফ্রিকায় (Shooting- Johannesburg)। শনিবার গভীর রাতে সে দেশের নাইট ক্লাবে হামলা চালায় একদল বন্দুকবাজ। আচমকা হামলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। জখম হয়েছেন ২০ জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার রাতে জোহানেসবার্গের (Shooting- Johannesburg) সোয়াত্তা শহরের এক নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকবাজ। গৌতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল এলিয়াস মাওয়েলা জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনই বলা সম্ভব নয়। তবে এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভোর রাতের দিকে একটি মিনি ট্যাক্সি করে কয়েকজন ওই পানশালার সামনে দাঁড়ায়। ভিতরে তখন গানবাজনা চলছিল। মিনি ট্যাক্সি থেকে কয়েকজন ওই পানশালার ভিতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১২ জন। ঘটনাস্থল থেকে জখম অবস্থায় উদ্ধার আরও ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। রবিবার সকালেও পুলিশকে ঘটনাস্থল থেকে দেহ সরাতে দেখা গিয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর গুলির খোল। হঠাৎই নাইট ক্লাবে এই হামলায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বহু মানুষ ওই নাইট ক্লাবে হাজির হয়েছিল। আচমকাই গুলির আওয়াজ শুনে নাইট ক্লাব থেকে ছুটে পালানোর চেষ্টা করে সকলে। পুলিশের অনুমান, বন্দুকবাজরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়: চার মাসের জেল, দু’হাজার টাকা জরিমানা বিজয় মালিয়াকে!

প্রসঙ্গত, বিভিন্ন দেশে একের পর এক বন্দুক হামলার ঘটনা সামনে আসছে। মূলত নাইট ক্লাব, চার্চ বা যে সব এলাকায় ছুটির দিনে আমজনতা ভিড় জমায় সেই সব জায়গাকেই নিশানা করছে দুষ্কৃতীরা। ২০ জুন ওয়াশিংটন ডিসির মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। কয়েকদিন আগে নরওয়ের এক নাইট ক্লাবেও হামলা চালায় বন্দুকবাজ। এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে বন্ধুকবাজের হামলা বাড়ছে তাতে সকলেই উদ্বিগ্ন।

Latest article