আফ্রিকায় করোনা বিরাটদের সফর অনিশ্চিত

Must read

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের উপর কালো ছায়া নিয়ে এসেছে। যা পরিস্থিতি তাতে বিরাট-রোহিতদের আসন্ন সফর হবে কিনা তা এখন সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ১৭ ডিসেম্বর থেকে এই সিরিজ শুরু হওয়ার কথা। এজন্য সিনিয়র ক্রিকেটারদের ৮ ডিসেম্বর সেদেশে পৌছে যাওয়ার কথা। নতুন করোনা ভ্যারিয়ান্ট বি.১.১.৫২৯ আফ্রিকা-জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এই ভ্যারিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে ভ্যাকসিনের কার্যকারিতাও তুলনামূলকভাবে কম। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এই ভ্যারিয়ান্ট নজরে আসার পর তা দ্রুত আফ্রিকার অন্য দেশে ছড়িয়ে পড়েছে। বতসোয়ানায় দুটি ভ্যাকসিন নেওয়া লেকজনও এতে আক্রান্ত হচ্ছেন বলে খবর। ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও চারটি টি-২০ ম্যাচ খেলার কথা। জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ১৭ ডিসেম্বর। এদিকে, এইমুহূর্ত ভারতীয় ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। এই দলের কয়েকজনকে সিনিয়রদের সফরেও রেখে দেওয়ার ভাবনা রয়েছে নির্বাচকদের। এই অবস্থায় করোনার নতুন ভ্যারিয়ান্ট সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করছে বিসিসিআইকে।

Latest article