লক্ষ্য রেকর্ড মার্জিন, গান্ধী জয়ন্তী থেকেই খড়দহে ঝাঁপিয়ে পড়ছেন কৃষিমন্ত্রী শোভনদেব

Must read

প্রতিবেদন : একুশের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্র তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন কাজল সিনহা। কিন্তু নিজের চোখে সেই জয় দেখে যাওয়া হয়নি তাঁর। মারণ ভাইরাস করোনা প্রাণ কেড়ে নেয় কাজল সিনহার। তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন ৩০ অক্টোবর। এবার নিশ্চিত জেতা আসনে সেখানে শাসক তৃণমূলের প্রার্থী রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি একুশের ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে ২৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওই আসন তিনি ছেড়ে দেন। যেখানে গতকাল, বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে।

আরও পড়ুন : সুকান্তের সম্বর্ধনায় নেই কেন? লকেট বললেন “ব্যস্ত আছি”

দলনেত্রীকে রেকর্ড মার্জিনে জেতানোর তাগিদে গত কয়েক সপ্তাহ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত ছিলেন শোভনদেববাবু। এই কাজে দিনরাত এক করে দিয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। ভবানীপুরের ভোট শেষ। এবার পাখির চোখ খড়দহ। আগামিকাল, ২ অক্টোবর জাতির জনক মহত্মা গান্ধীর জন্মজয়ন্তী। তাঁকে শ্রদ্ধা জানিয়েই খড়দহে এবার খড়দহে জোরদার প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

তবে অনেক আগে থেকেই খড়দহের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় যোগদান ছিল শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর ছোট ছেলে সায়নদেবের। এর অনেক আগে প্রয়াত কাজল সিনহার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, শনিবার খড়দহে উপনির্বাচনের জন্য একটি কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন শোভনদেব চট্টোপাধ্যায়।

 

Latest article