গ্রামের সঙ্গে যুক্ত করা হবে শহর উন্নয়নের ব্লুপ্রিন্ট শোভনদেবের

Must read

সুমন তালুকদার, খড়দহ : রেকর্ড সংখ্যক ভোটে জয়ের পর খড়দহের উন্নয়নের ব্লুপ্রিন্ট ছকে ফেলার কাজে হাত দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহের নবনির্বাচিত বিধায়ক শোভনদের চট্টপাধ্যায়। আনুষ্ঠানিক ভাবে কয়েক দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক বিধানসভায় শপথ নেবেন। খড়দহের যে সমস্যাগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, সেই কাজগুলির সমাধানে হাত দেবেন অগ্রাধিকারের ভিত্তিতে। খড়দহ উপনির্বাচনে শহরে ৫৫ শতাংশ ও গ্রামে ৭৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

আরও পড়ুন : গরিব কল্যাণ প্রকল্প বন্ধের ছক, বিরোধিতায় তৃণমূল

স্বাভাবিক কারণেই গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের মেলবন্ধন তৈরির সার্বিক রূপরেখাও তৈরি করতে শুরু করেছেন। খড়দহ শহরের যানজটমুক্ত করতে ওভারব্রিজ তৈরির প্রস্তাবের পাশাপাশি একটি বাইপাস তৈরি করার কথাও ভাবা হচ্ছে। সেই বাইপাসটি নগর পরিকল্পনাবিদদের দিয়েই স্থায়ী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও খড়দহকে জলমুক্ত করতে উন্নত নিকাশি ব্যবস্থার উদ্যোগ নেওয়ার হচ্ছে। সেক্ষেত্রে নিকাশি ব্যবস্থার আমুল পরিবর্তন করার জন্য উচ্চপর্যায়ের কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানান, কাজের ও কর্মসূচির ভিত্তিতেই তিনি খড়দহে যাতায়াত করবেন। প্রয়োজনে একাধিক দিন খড়দহে থেকে কাজ করবেন। ভোটের আগে তিনি খড়দহবাসীর কাছে ভোট ঋণ হিসেবে চেয়েছিলেন। খড়দহের মানুষ তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করছেন। তাঁকে রেকর্ড ভোটে জয়ী করেছেন। শোভনদেববাবু বলেন, এবার আমার ঋণ শোধ করার পালা। খড়দহকে উন্নয়নের নিরিখে জেলা তথা রাজ্যের মধ্যে দৃষ্টান্ত তৈরির জায়গায় নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Latest article