গ্লাসগো ও কোলন: মঙ্গলবার রাতে জোড়া অঘটনের সাক্ষী রইল ফুটবল বিশ্ব। ইউরোর বাছাই পর্বে দুর্বল স্কটল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে গেল স্পেন (Spain)। অন্যদিকে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বেলজিয়ামের কাছে ২-৩ গোলে হেরেছে জার্মানি (Germany)।
গ্লাসগোয় স্পেনের বিরুদ্ধে স্কটিশদের জয়ে বড় ভূমিকা পালন করলেন মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। জোড়া গোল এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার পা থেকে। রেকর্ড বই বলছে, ১৯৮৪ সালের পর এই প্রথমবার স্পেনের বিরুদ্ধে জয় পেল স্কটল্যান্ড। অন্যদিকে, ইউরোর যোগ্যতা অর্জন পর্বে ৯ বছর পর হারের স্বাদ পেল স্পেন। শেষবার স্প্যানিশরা হেরেছিলেন ২০১৪ সালে, স্লোভাকিয়ার কাছে।
এদিকে, জার্মানিকে (Germany) দীর্ঘ ৬৯ বছর পর হারিয়েছে বেলজিয়াম! ১৯৫৪ সালের পর এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচে বেলজিয়ামের কাছে হারল জার্মানরা। কোলনে আয়োজিত ম্যাচে ৬ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। গোলদাতা ইয়ানিক কারাস্কো। এই ধাক্কা সামলে ওঠার আগে ৯ মিনিটে ফের গোল হজম করে জার্মানি। এবার গোল করেন রোমেলু লুকাকু। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছিলেন জার্মানির নিকোলাস ফুলক্রুগ। ৭৮ মিনিটে কেভিন ডি’ব্রুইনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। ৮৭ মিনিটে সার্জি নাব্রি ২-৩ করলেও, হেরেই মাঠ ছাড়তে হয়েছে জার্মানদের।
আরও পড়ুন- লাল-হলুদে অপেক্ষা বাড়ছে