বিধানসভায় ভুল তথ্য, বিজেপি সদস্যকে সতর্ক করলেন স্পিকার

বিধানসভায় ভুল তথ্য দেওয়ার জন্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে সতর্ক করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বিধানসভায় ভুল তথ্য দেওয়ার জন্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে সতর্ক করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি মন্তব্য করেন জলপাইগুড়ি স্টেডিয়াম তৈরির জন্য ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এমন মন্তব্যের পর বিজেপি বিধায়ককে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিমানবাবু। বিধায়ক অবশ্য তা দিতে পারেননি। এরপরই এদিন তাঁকে সতর্ক করেন স্পিকার।

আরও পড়ুন-রাজ্যে আলুর ঘাটতি হবে না, আশ্বাস শোভনদেবের

ঘটনার সূত্রপাত, গত বুধবারই বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্য সরকারের ক্রীড়া বিষয়ক বরাদ্দ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা খেলাধুলার জন্য তৈরি স্টেডিয়ামে গোরু চড়ছে। জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে সাইয়ের সঙ্গে চুক্তি হয়েছিল ২০১৭ সালের ২৭ ডিসেম্বর। সেখানে সাতটি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছিল। এ বিষয়ে চারবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালেও আজ অবধি কিছু হয়নি। সেসময় বিজেপি বিধায়ক বলেন, মন্ত্রী দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি স্টেডিয়াম নির্মাণে কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে।

Latest article